গোপালগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


গোপালগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১১ টায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিকের সঞ্চালনায় এ সময় গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, আরএমও ডা. ফারুক হোসেন, ওয়ার্ড মাস্টার সোহেল সিকদার সহ উক্ত হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের সার্বিক পরিবেশ পরিস্কার -পরিচ্ছন্ন রাখা সহ আগত রোগীদের সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়াতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
পরে সভাপতি জেলা প্রশাসক শাহিদা সুলতানা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মুজিব কর্ণার পরিদর্শন শেষে হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরপর তিনি সহ সকলে হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।