হাম রুবেলা টিকাদান উপলক্ষে গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ এস.এম সাকিবুর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় হাম-রুবেলা বিষয়ে তথ্য উপস্থাপন করেন ডাঃ ফাবিয়া হান্নান মনি।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইপিআই কর্মকর্তা দীপক রঞ্জন সরকার সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর ২০২০ থেকে ২৪ জানুয়ারী ২০২১ খ্রি. পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর পর্যন্ত শিশুদের এ টিকা দেওয়া হবে। এবার গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলায় মোট ২০৭ টি কেন্দ্রে ২,৭৫,৭৩১ জন (দুই লাখ পঁচাত্তর হাজার সাতশত একত্রিশ জন) শিশু কে এ টিকা প্রদান করা হবে।