গোপালগঞ্জে হতদরিদ্র শিশুদের স্কুল জ্ঞানের পাঠশালার বাৎসরিক পিঠা উৎসব অনুষ্ঠিত

গোপালগঞ্জের চর সিংগাতিতে শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের জন্য ইউএসডি ফাউন্ডেশনের পরিচালনায় জ্ঞানের পাঠশালা স্কুল পরিচালিত হয়।

ইউএসডি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৮ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অভিভাবকরা বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে পিঠা উৎসবে যোগ দেন। তাদের পিঠা ন্যায্যমূল্য দিয়ে খেতে গোপালগঞ্জ সহ আশপাশের বিভিন্ন স্থান থেকে মানুষ এ উৎসবে উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীরা রংবেরং -এর বাহারি পোশাকে সেজে উক্ত পিঠা উৎসবে মেতে ওঠে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় ইউএসডি ফাউন্ডেশন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *