গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম নামের এক পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন ৪জন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
আজ শুক্রবার (৭ অক্টোবর) ভোর ৬ টার দিকে ঢাকা – খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে দিদার পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়- আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে পৌঁছালে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য সহ ৪ জন নিহত হয় এবং আহত হয় ১৫ জন বাসের যাত্রী।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে
প্রেরণ করে।