প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২১, ৬:০১ অপরাহ্ণ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জয়নাল হোসেন ইমন (২৫) নামক এক যুবক নিহত হয়েছে।
আজ রবিবার দুপুরে রাজৈর -কোটালীপাড়া সড়কের বেদগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল হোসেন ইমন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েত নগর গ্রামের আয়ূব আলী বেপারীর ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন , ইমন ও তার বন্ধু আমিনুল (২৮) মটর সাইকেল যোগে রাজৈর যাচ্ছিল। দেবগ্রাম নামক স্থানে পৌঁছালে মটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পিলারের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইমন নিহত এবং আমিনুল গুরুতর আহত হয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত