গোপালগঞ্জের গোপীনাথপুরে রবিবার বিকাল চারটার দিকে তদন্ত কেন্দ্রের পাশে মেইন রোডে ঢাকা -গোপালগঞ্জমুখি নছিমন পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহতের কোনো সংক্রমণ ঘটেনি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন...আহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর(২৫০শয্যা) হাসপাতালে পাঠানো হয়েছে।