গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা

আজ ২৪/০৭/২০২০ইং একটি ট্রাক সকাল ১০ টার দিকে বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। গাড়িটি যখন গোপালগঞ্জ সদরের কাঠির বাজারের কাছে আসে, এমন সময় কিছু হাস রাস্তার উপর দিয়ে যাচ্ছিল তাদের বাচাতে গাড়িটি রাস্তার পাসে চলে যায়। কিন্তু রাস্তার পাসে পানির লাইনের কাজ করার জন্য রাস্তার মাটি খুব নরম ছিল। মাটি নরম থাকার কারনে গাড়িটি খাদে পড়ে যায়। এতে গাড়ির চালক আহত হন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image