গোপালগঞ্জে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বামীর স্বীকারোক্তি ।।

গোপালগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী রুবেল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে ভারতে পালানোর সময় নড়াইল জেলার লোহাগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের আদালতে স্ত্রী রোজিনা বেগমকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারাক্তি মূলক জবানবন্দী দিয়েছে রুবেল সিকদার।

ঘটনার বিবরনে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্লার মেয়ে রোজিনাকে দুই বছর আগে সামাজিক ভাবে বিয়ে করে নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের আনু সিকদারের ছেলে রুবেল সিকদার।

বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গত ২৬ ডিসেম্বর দিবাগত রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের রেজাউল শেখের ভাড়া বাসায় গলায় মাফলার পেঁচিয়ে স্ত্রী রোজিনাকে শ্বাসরোধ করে হত্যার পর সে পালিয়ে যায়।
এ ঘটনায় ২৮ ডিসেম্বর নিহতের বোন রোজি বেগম বাদী হয়ে রুবেল সিকদারের নাম উল্লেখ্য করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গোপালগঞ্জ সদর থানার উপ পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বজিত ঘোষ জানান, আসামী রুবেল সিকদার ভারতে পালানোর জন্য নড়াইলের লোহাগড়া থেকে বেনাপোলগামী বাসে রওনা হয়েছে এমন গোপন সংবাদে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। প্রাথমিক জিঞ্জাসাবাদে সে তার স্ত্রী রোজিনা খানমকে হত্যার কথা স্বীকার ও মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশ করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *