গোপালগঞ্জে স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে ফেব্রিকেটরস্ সম্মেলন


গোপালগঞ্জে স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ফেব্রিকেটরস্ সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন, স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর জি.এম মোহাম্মদ কেরামত আলী।
মেসার্স ঝর্না থাই এ্যালুমিনিয়াম এন্ড গ্লাস হাউজের ব্যবস্থাপনা পরিচালক মো. মিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, স্থানীয় পৌর কাউন্সিলর কাজী রিয়াজুল ইসলাম (প্রিন্স), স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এ.জি.এম (বিক্রয় ও বিপণন) হাসান ইউসুফ।
এসময় স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) মাহমুদ হোসেন, সহকারী ম্যানেজার মো. জুবায়ের তানভীর সহ প্রায় দুই শতাধিক ফেব্রিকেটরস্ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিগণ তাদের উৎপাদিত পণ্য সর্বোচ্চ গুনগত মান বজায় রেখে গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে কাজ করে চলেছে। এছাড়াও গ্রাহক সেবা নিশ্চিত করতে সকল ফেব্রিকেটরস্ এর প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে শ্রেষ্ঠ বিক্রয় প্রতিনিধিদেরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মাঝে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে দুপুরের মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।