সোনালী ব্যাংক লিমিটেড, গোপালগঞ্জ শাখা ও আঞ্চলিক (রিজিওনাল) অফিস, গোপালগঞ্জ পুরাতন ভবন লঞ্চঘাট থেকে পাঁচুড়িয়া নিউ মার্কেটের সামনে মোঃ দেলোয়ার হোসেনের পাঁচতলা ভবনের ১ম, ২য় ও ৩য় তলায় স্থানান্তরিত হয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৯ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড, ফরিদপুর এর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) খোকন চন্দ্র বিশ্বাস। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সদ্য বিদায়ী এজিএম মোঃ আব্দুর রশীদ ও নবনিযুক্ত এজিএম এস এম ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ইসরাফিল হোসেন সহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভবনের মালিক মোঃ দেলোয়ার হোসেন সহ সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন।