গোপালগঞ্জে খ্রীষ্টান সার্ভিস সোসাইটি (সিএসএস) -এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী'র স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রাম সিএসএস, কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবলীগের সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু।
সিএসএস গোপালগঞ্জ জোনের ব্যবস্থাপক মোঃ হাফিজ আল আছাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সময় টিভির গোপালগঞ্জ প্রতিনিধি এস এম আমির হামজা, সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ও ফ্রী মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের সেবা প্রদানকারী ডাঃ খালেদা পান্নী। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সিএসএস গোপালগঞ্জ জোনের আঞ্চলিক ব্যবস্থাপক নরহরি হালদার, শাখা ব্যবস্থাপক মোঃ আল মাসুদ শেখ ও মোঃ বন্দে আলী লস্কর সহ সেবা নিতে আসা অসংখ্য রোগী ও তাঁর স্বজনেরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী চলমান এই ক্যাম্পে প্রায় দেড়শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান করা হয়েছে।