গোপালগঞ্জে সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, উদীচী শিল্পগোষ্ঠী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাংবাদিক মিজানুর রহমান বুলু, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। উল্লেখ্য: নির্মল সেন ২০১৩ সালের ৮ জানুয়ারী রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোক গমন করেন।#



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *