গোপালগঞ্জে সরকার ঘোষিত ২য় দফায় লকডাউন কার্যকরে ব্যস্ত সময় পার করছে জেলা পুলিশ


সরকার ঘোষিত ২য় দফায় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী মহামারী করোনা (কোভিড-১৯) মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা’র দিক-নির্দেশনায় ফ্রন্টলাইনার হিসেবে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা, মহোদয়ের নেতৃত্বে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজলা, পৌরসভা ও ইউনিয়নে এবং জেলার সীমান্তে সদা জাগ্রত রয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থেকে সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের লঞ্চঘাট এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি করা এবং আইন অমান্যকারী বেশকিছু মটর সাইকেল আরোহীর বিরুদ্ধে মামলা হয়। আসুন সকলে মাস্ক ব্যবহার নিশ্চিত করে সরকারি নির্দেশনা মেনে চলি, নিজে নিরাপদে থাকি, অন্যকে নিরাপদে রাখি। জয় হোক মানবতার, পরাজয় হোক করোনার।