গোপালগঞ্জে সরকারি যাকাত ফান্ডের উদ্যোগে যাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠান

গোপালগঞ্জে অসহায় ও দুস্থদের স্বাবলম্বী করার জন্য সরকারি যাকাত ফান্ডের উদ্যোগে যাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মে দুপুর ১২ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউণ্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইসলামিক ফাউণ্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস- উ- দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় আরো উপস্থিত ছিলেন – বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি শেখ মুহাম্মদ রুহুল আমিন, ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড অফিসার মোঃ চপল মাহমুদ, ইসলামিক ফাউণ্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা রুহুল আমিন সহ আরো অনেকে। এ বছর সরকারি যাকাত ফান্ড থেকে ৯৭ জন অসহায় ও দুস্থদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *