গোপালগঞ্জে সরকারি খাল ভরাটের অভিযোগে মাহমুদ (২২) ও শরীফুল শেখ (২১) নামে দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের ডুমদিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন ডুমদিয়া খাল অবৈধভাবে বালু দিয়ে ভরাট করছিলো মাহমুদ ও শরীফুল শেখ সহ বেশ কয়েকজন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মিলন সাহা সহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান। পরে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের বিচারক মিলন সাহা ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন ৬(ঙ) অনুযায়ী দুজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায়
জেলায় অবৈধ বালু উত্তোলন প্রতিহত করতে এবং খাল-বিল, নদী-নালা, জলাশয় সহ সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা।