গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন।

সনাতন ধর্মাবলম্বীদের মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক গোপালগঞ্জ কাজী মাহাবুবুল আলম, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র গোপালগঞ্জ পৌরসভা শেখ রকিব হোসেন, অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মাহাবুব আলী খান, প্রদীপ প্রজ্বলন করেন বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার শহর-সভাপতি অ্যাড রঞ্জিত কুমার বাড়ৈগামা। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী মণীন্দ্রনাথ বাড়ৈ মনি। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ অসিতকুমার মল্লিক, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক শ্রী আশীষ কুমার বাগচী।এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার বিশ্বাস পল্টু ও অন্যান্য নেতৃবৃন্দ সহ, গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা,শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়িতে এসে শেষ হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *