গোপালগঞ্জে সদরের নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত।

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা স্যার মো: সাদিকুর রহমান খান করোনায় আক্রান্ত হয়েছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস যে ব্যক্তি এতোদিন করোনার বিরুদ্ধে মানুষের পাশে থেকেছে আজ স্যারকেই সেই করোনা রেহাই দিলো না।। ২০ আগস্ট বৃহস্পতিবার করোনায় তার পজেটিভ পাওয়া যায়। সদর উপজেলার সাস্থ্য কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, সাদিকুর রহমান এখন সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন। সাদেকুর রহমান করোনার প্রথম থেকেই মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিয়োজিত ছিলেন।। কেউ যখন করোনায় মৃত মানুষের কাছে যেতে সাহস পাইনি, কিন্তু তিনি সেই মরা দেহ দাফন কাজে এগিয়ে এসেছেন। গোপালগঞ্জের প্রতিটা উন্নয়ন মূলক কাজে স্যারের অবদান রয়েছে। বন্যার্তদের পাশে থেকেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন, তাদের যথার্ত সাহায্য করেছে। ত্রান সামগ্রী তুলে দিয়েছেন দূর্গতদের মাঝে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image