গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতদের বাড়ী কোটালীপাড়ায় চলছে শোকের মাতম
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সড়ক দূর্ঘটনায় নিহত দুইজন লায়েক শেখ ও শফিকুল ইসলামের গ্রামের বাড়ী কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী-সন্তান, মা-বাবা, ভাই-বোন সহ স্বজনেরা।
মাছ বিক্রি করে যথারীতি বাড়ী ফেরার কথা ছিলো মৎস্য ব্যবসায়ী দুই সন্তানের জনক লায়েক শেখ (৪৫) এর। তা আর হলো না। মঙ্গলবার ২৪ অক্টোবর) ভোর রাতে নিজ ঘেরের লক্ষাধিক টাকার মাছ, প্রতিবেশী পিকাপ চালক সফিকুল ইসলাম শেখ (২০) এর পিকাপে বোঝাই করে ভাটিয়া পাড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময়, ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জি, এস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ভোর চারটায় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপে থাকা মৎস্য ব্যবসায়ী ও চালক দুজনেই নিহত হয়।
এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম লায়েক শেখ ও শফিকুল ইসলাম সহ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।