গোপালগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি জান-মালেরও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মহাসড়ক ব্যবহারকারী সাধারণ জনগণ ও তাদের পরিবারগুলো।অতিসম্প্রতি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসষ্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদের ছোট ভাই সহ ৩ জনের প্রাণহানি ঘটে। এছাড়াও এঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে নিহতের স্বজনেরা ও এলাকাবাসীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ওই সড়ক দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে সড়কের কোল ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট, যত্রতত্র স'মিলের গাছের গুঁড়ি ফেলে রাখা ও অবৈধ স্থাপনাকে দায়ী করেন বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ জনগণ। এগুলো অপসারণের জোর দাবি জানান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ জনগণ।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের প্রতিশ্রুতিতে তারা অবরোধ তুলে নেন।
গোপালগঞ্জে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে গোপালগঞ্জ সদরের গোপিনাথপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়কের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা। উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সড়কের সার্ভেয়ার ও পুলিশের সদস্যবৃন্দ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা গণমাধ্যমকে জানান, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় সড়ক সংলগ্ন
সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।