ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইন ট্রাফিক বক্সের সামনে রোববার (২৭ জুন) ভোররাত আনুমানিক সাড়ে ৩ টায় ফিসফিড বোঝাই খুলনাগামী একটি ট্রাকের (খুলনা মেট্রো ট ১১-২০১৮) টায়ার ফেটে রোড আইল্যান্ডের ওপর উল্টে পড়ে। দুর্ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত চালককে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত চালকের নাম সুমন, বাগেরহাট জেলার ফকিরহাটে তার বাড়ি বলে গণমাধ্যমেকে জানান হাইওয়ে পুলিশের এএসআই মোঃ কামরুজ্জামান। এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি মহাসড়কে উল্টে যাওয়ায় সড়কের এক পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত এ প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা চালাচ্ছে। নিম্নমানের টায়ার এবং অতিরিক্ত পণ্য বোঝাইকেই এই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।