গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত। আজ ২৭ শে অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টার সময় গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের বেদগ্রাম নাদের আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায় সুমন খাঁ কোটালীপাড়া থেকে গোপালগঞ্জে আসার পথে অতিরিক্ত স্পিডে মোটরসাইকেল চালায়। যার ফলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হয়। আশঙ্কাজন অবস্থায় পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন খাঁ গোপালগঞ্জ সদর উপজেলা ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে তিনি গোপালগঞ্জ বড় বাজারে সবজির ব্যবসা করতেন।