গোপালগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৬

গোপালগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান হোসেন। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি (বুধবার) গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বশেমুরবিপ্রবি ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ ধর্ষকের পরিচয়- ১. মার্কাজ মহল্লা এলাকার পরশের ছেলে প্রদীপ, ২.বাবুলের ছেলে পিয়াস, ৩. চাঁন মিয়ার ছেলে হেলাল, ৪.মিয়াবাড়ির সাফায়েতের ছেলে ইমন ও ৫. নবীনবাগ এলাকার ওহিদুজ্জামান এর ছেলে নাহিদ সহ ৬ জনকে আটক করা হয়। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয়েছে।

সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। সাত-আটজন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে যায়। সেখানে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা তার সহপাঠীকে মারধর করা হয় এবং ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা বৃহস্পতিবার ও শুক্রবার সড়ক অবরোধ করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা মেরে সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *