গোপালগঞ্জে সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ : হত্যার হুমকি

সারা দেশে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে, ঠিক তখনই গোপালগঞ্জের এক অসহায় হিন্দু পরিবারের বসতভিটা দখল করে নিয়েছে একই এলাকার প্রভাবশালী একটি মহল।
আর এতে সহযোগিতার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী মহলের। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন ভুক্তভুগি পরিবার।
এ বিষয়ে মঙ্গলী সরকার অভিযোগ করেন, ‘১০০ বছরের আগে থেকে পূর্বপুরষদের বসতভিটায় আমরা বসবাস করে আসছি। আজ থেকে ৬ বছর পূর্বে আমাদের প্রতিবেশী স্বামী পরিত্যাক্তা অসহায় লাইলি বেগম কে তাদের ভাইদের অনুরোধে আমরা মানবিক বিবেচনায় কিছুদিনের জন্য আমাদের জায়গায় থাকতে দেই। কথা ছিলো ৬ মাস পরে লাইলি বেগম অন্য কোথাও জায়গা কিনে আমাদের জায়গা ছেড়ে দিবে । আমরা আমাদের প্রয়োজনে জায়গা ছেড়ে যেতে বললে তিনি বিভিন্ন তাল বাহানা করতে শুরু করেন। আজ যাচ্ছি ,কাল যাচ্ছি বলে জায়গা ছাড়েন না। শুধু তাই নয় আমাদের কে অকথ্য ভাষায় গালি গালাজ ও করে। আমাদের কে মেরে ফেলার হুমকি দিয়ে বলে, এই জমি আমাদের দখলে তোরা যা পারিস করে নিস। এই জমি নিয়ে বাড়াবাড়ি করলে আমাদের খুন করে ফেলবে ও মিথ্যা মামলায় ফাসাইয়া দেওয়ার ভয় ও দেখাচ্ছে। পরবর্তীতে আরা আমাদের নামে মামলা ও করেছেন ।
আমরা এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ সমাজপতিদের বিষয়টি অবহিত করলে তারা আমাদের কোন সমাধান দিতে পারেনি। তারা বলেছেন আমাদের আইনের আশ্রয় নিতে।
এ ব্যাপারে জায়গা দখলকারী লাইলি বেগমের সাথে কথা হলে তিনি বলেন, তারা আমাকে ফ্রী থকতে দিছিলো এটা সত্য কথা। আমি খুব অসহায় বলেই এখানে আশ্রয় নিয়েছিলাম । পরবর্তীতে আমার সাথে এই জায়গা নিয়ে মঙ্গলী সরকারের একটা লেনদেন হয় আমি তাদের ৪ লাক্ষ ৫০ হাজার টাকা দেই। তারা এখনো আমাকে জায়গার দলিল দিচ্ছে না ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *