গোপালগঞ্জে শেখ সেলিম এমপি’র পক্ষে দুর্গাপুর ইউনিয়নের শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ


বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা শেখ সেলিম এমপি’র দিকনির্দেশনায় বিশিষ্ট সমাজসেবক ও সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মিরাজুল ইসলাম নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
মঙ্গলবার বিকালে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাটর বাড়ী শ্রী শ্রী খেলারাম পাগলের ভিটায় স্বাস্থ্যবিধি মেনে বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী সহ সকলের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজ আলী, সাবেক ইউপি সদস্য দ্বীন ইসলাম শেখ, শেখ মিলু, যুবলীগ নেতা শেখ ইমরান, ইউপি সদস্য ভবানী বিশ্বাস, রবি মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।