গোপালগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) -এর সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সদস্য, আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ আবুল ফাত্তাহ্ সজু (এম.এ) -এর ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার বিকালে শহরের মিয়াপাড়ার নিজ বাসভবনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে তীব্র শীতের কবল থেকে রক্ষা পেতে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাড়াও পৈত্রিক বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্তদের মাঝে সর্বমোট পাঁচ (৫) সহস্রাধিক উন্নত মানের (ডাবল পার্ট) শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় আবুল ফাত্তাহ্ সজু'র সহোদর সাবেক ছাত্রলীগ নেতা ও গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সহ-সম্পাদক এ্যাড. আবুল ফজল সেতু সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। আবুল ফাত্তাহ্ সজু গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জে তীব্র শীতে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পেরে আমি মানবিক দায়িত্ব পালন করে চলেছি।
আমি অতীতে অসহায়-দুস্থ সহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তিনি সমাজের সচ্ছল প্রত্যেকেই অসহায় ও দুস্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য, করোনা (কোভিড-১৯) মহামারীতেও তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিমের আহবানে সাড়া দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উন্নত মানের ত্রাণ (খাদ্য সামগ্রী) সামগ্রী বিতরণ করেন।