গোপালগঞ্জে শিশুদের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন
আজ (৪ অক্টোবর ) জেলা প্রশাসক শাহিদা সুলতানা ছোট্ট শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। আজ সকালে গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়। বিশ্বব্যপি প্রাণঘাতী করোনা পরিস্থিতি বিবেচনা করে এই প্রথম দুই সপ্তাহ ব্যাপী ৪ থেকে ১৭ অক্টোবর ২০২০ এ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গোপালগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় সেখানে জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ, মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কর্মকর্তা দীপঙ্কর রঞ্জন সরকার, সহ ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ার উপযুক্ত শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে গত ১ অক্টোবর ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবগতি করণ সভায় সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ এ সুবিধা প্রাপ্ত শিশুদের মোট হিসাব দিয়ে বলেন যে, জেলার ৫ টি উপজেলা ও ৪ টি পৌরসভার বিভিন্ন এলাকায় স্থায়ী ও অস্থায়ী সহ মোট ১৭১১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২৩,৪০৩ জন শিশুকে “নীল” রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১,৪৭,৫৩৭ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।