গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের বই বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) শীর্ষক প্রকল্পটি ১০ মে ২০২০ খ্রিঃ তারিখে সানুগ্রহ অনুমোদন করেন। এ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলায় ২০০টি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৬ হাজার শিশু শিক্ষার্থীকে প্রাক- প্রাথমিক শিক্ষা, ৭৭৯টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ২৭ হাজার ৭৬৫ শিক্ষার্থীকে সহজ কুরআন শিক্ষা ও ১২টি বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩০০ জনসহ সর্বমোট ৯৯১টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ হাজার ৭৯৫ শিক্ষার্থীকে পবিত্র কুরআন শিক্ষা ও ইসলামের বুনিয়াদী বিষয়সহ শিক্ষা প্রদান করা হয়।

এছাড়া প্রকল্পের ৬টি মডেল মসজিদ ও ২৪টি সাধারণ রিসোর্স সেন্টারের মাধ্যমে নব্য ও স্বল্প শিক্ষাপ্রাপ্তদের জন্য দৈনিক পত্রিকা, ধর্মীয় পুস্তক পাঠের ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে গোপালগঞ্জ জেলায় ৯৯১ জন জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রাক-প্রাথমিক শিক্ষা পাঠ্যপুস্তকে জাতীয় শিক্ষানীতি-২০১০-এর মৌলিক চেতনা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে কেমালমতি শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের মাঝে নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও সততা, দেশপ্রেম জাগ্রত করা যায়।

সহজ কুরআন শিক্ষা বইটি পাঠের মাধ্যমে শিশু-কিশোর ও বয়স্ক নারী-পুরুষ সহীহ্ করে পবিত্র কুরআন শরীফ পাঠ করতে সক্ষম হবে। এদিকে লক্ষ্য করে করোনাকালীন সময়েও কোমলমতি শিশুদের কথা মাথায় রেখে মঙ্গলবার (২২ জুন) সকাল ৭টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আলিঠাপাড়া আল মদিনা জামে মসজিদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এ সময় ইসলামিক ফাউন্ডেশন আলিঠাপাড়া আল মদিনা কেন্দ্রের সভাপতি এস্কেন্দার আলী শাহ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী সেকোন আলী, শফিকুল ইসলাম, হাফেজ নাহিদ, হামদে রব একাডেডির প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু নাইমসহ অনেকে। এছাড়াও গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন সরকারের রাজস্ব খাতে নেয়ার দাবি জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক/শিক্ষিকারা ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *