গোপালগঞ্জে শাজাহান খান এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সার্কিট হাউজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য শাজাহান খান এমপিকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. বুলবুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ।

এ সময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক (উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আকরাম শিকদার প্রমুখ।

প্রসঙ্গত গোপালগঞ্জে অনলাইন আবেদনকারী “ক” তালিকায় ৯৭ জন বীর মুক্তিযোদ্ধার চূড়ান্ত যাচাই-বাছাই ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত সনদ প্রাপ্ত ১৪ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের বিষয়ে যাচাই-বাছাই করতে তিনি ও জামুকার কর্মকর্তারা গোপালগঞ্জ আসেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *