প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২১, ৯:৩১ অপরাহ্ণ
গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন
১৯৭১ সানের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করেন গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে ১৪ ডিসেম্বর রাতের প্রথম প্রহরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের বেদীতে মোমবাতি প্রজ্জলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ প্রভাশ সাহা সহ উক্ত দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত