গোপালগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক মতবিনিময় সভা

গোপালগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে ইকিউএমএস কনসাল্টিং লিমিটেড এবং বায়ু মন্ডলীর দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো রাশেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ৬৪ জেলা শহরে শব্দের মাত্রা পরিমাপ বিষয়ক জরিপ, নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার,
প্রকল্প সংশ্লিষ্ট তথ্য-চিত্র উপস্থাপনা করেন ৬৪ জেলা শহরে শব্দের মাত্রা পরিমাপ বিষয়ক জরিপ, নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের মাঠ সমন্বয়ক আব্দুল্লা আল নাঈম। ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান।

এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাংবাদিক মাহমুদুর রহমান, কাজী সেলিম নয়ন, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. উজ্জ্বল, পরিবহন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *