প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২১, ৯:০১ অপরাহ্ণ
গোপালগঞ্জে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) সংক্রমণের হার হঠাৎ বেড়ে যাওয়ায় গত ২২ জুন থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণার পরই কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপালগঞ্জ থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোনো পরিবহন ছেড়ে যায়নি। জনগণকে সচেতন করতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা সহ জেলার ৫ উপজেলায় মাইকিং করে প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করে চলেছে। লকডাউনের প্রথম দিনে সকাল থেকে জেলা শহরের প্রবেশদ্বারের বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদসরা মাঠে তৎপর রয়েছে। তারপরেও এদের চোখ ফাঁকি দিয়ে শহরে কিছু ইজিবাইক ও অটোরিকশা চলাচল করছে।
লকডাউনের প্রথম দিনে শহরের নিত্যপণ্যের দোকান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আজ তা মানা হচ্ছে না। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান।
প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের হতে নিষেধ করা হলেও অনেকেই অকারণে ঘর থেকে বাইরে বের হচ্ছেন। শহরে চলাচলকারী সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হলেও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে গিয়ে লকডাউন তদারকি করেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। জেলায় প্রতিদিনই করোনা শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে যা জনগণের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত