"বৈষম্যহীন কর্মক্ষেত্র -- সময়ের দাবি" এই মূলনীতিকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও আইডিইবি'র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে নিজে উপস্থিত থেকে রং-বেরঙের বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এ র্যালীর শুভ সূচনা করেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালীটি বের হয়ে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে (স্থানীয় পৌর পার্কে) গিয়ে শেষ হয়।
এসময় আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বি এম ইছানুল কবির, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খান, অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রসুল হিমেল, সদস্য আমিনুর রহমান,
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ শরীফ মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের সদস্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা। বক্তরা বলেন, ১৯৭০ সালের ৮ নভেম্বর আইডিইবি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার হচ্ছে।
বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে বৈষম্য সমাজ-রাষ্ট্র শোষণ, বঞ্চনা, নিপীড়নকে উস্কে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। সার্বিক বৈষম্যের যাঁতাকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার হচ্ছে।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রে বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দীর্ঘদিন এ বৈষম্যের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের ন্যায় সঙ্গত যৌক্তিক দাবি বাস্তবায়নে আবেদন করে আসছি। আমাদের ন্যায্য দাবি আদায়ের বাস্তবায়নে কোন ভূমিকাও নেওয়া হয়নি। বর্তমান সরকারের নিকট আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দূর করার জন্য সহযোগিতা কামনা করছি।