গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব ডিম দিবস পালন
‘প্রতিদিন একটি ডিম
পুষ্টিময় সারাদিন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও গোপালগঞ্জ জেলা প্রানিসম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সর্দারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।
পরে বিশ্ব ডিম দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সর্দার।
ভেটেরিনারি সার্জন ডা.প্রিয়াংকা রাণী মোদক -এর সঞ্চালনায় আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. এ এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।
এসময় গোপালগঞ্জ জেলার পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ প্রাণিসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।