গোপালগঞ্জে রোজা রেখে পাকা ধান কেটে কৃষকের মুখে হাঁসি ফুটিয়েছে জেলা ছাত্রলীগ
দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত ২য় সপ্তাহের লকডাউন চলছে। এদিকে লকডাউনে যান-চলাচল বন্ধের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে গোপালগঞ্জে ধান কাটতে আসা শ্রমিক না পেয়ে কৃষক রজত হোসেন খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়েন। ঝড়-বৃষ্টির আগে দ্রুত সময়ের মধ্যে ক্ষেত থেকে পাকা ধান কেটে বাড়িতে না নিলে যে, তাকে তার পরিবার-পরিজন নিয়ে সারা বছর না খেয়েই থাকতে হবে।
এসব দুশ্চিন্তায় খানিকটা ভাবিয়ে তোলে তাকে। কঠিন এ মুহূর্তে হঠাৎ তার মনে পড়ে গতবছর ছাত্রলীগের নেতা-কর্মীরা তার এলাকার আশপাশের মানুষের জমির ধান কেটে দিয়েছিলো। পরে তিনি অতিকষ্টে মুঠোফোনে জেলা ছাত্রলীগের সভাপতির সাথে যোগাযোগ করে তার দুরাবস্থার কথা জানান। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা মানবিক এ বিষয়টি নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং তার নেতৃত্বে আজ (সোমবার) সেহেরি ও ফজরের নামাজ আদায় করে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের ভুক্তভোগী কৃষক রজত হোসেনের ১৭ কাঠা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
ছাত্রলীগের এ মানবতায় কৃষক রজত হোসেনও চিন্তা মুক্ত হন। এ বিষয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা গণমাধ্যমকে জানান, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম মানবিক সংগঠন। আমরা অসহায় এ কৃষকের দুরাবস্থার কথা জানতে পেরে সকলে সম্মিলিত ভাবে তার জমির পাকা ধান কেটে দিয়েছি। ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে ও গোপালগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি মহোদয়ের নির্দেশে রোজা রেখেও মানবিক এ কাজটি সম্পন্ন করায় সত্যিই আজ আমরা গর্বিত।
তিনি আরো বলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত সরদার, সাজ্জাদ মোল্লা, রিয়াজ মোল্লা, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম দিদার, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রানা মোল্লা সহ মোট ৪০ জনের একটি সুসংগঠিত টিম রজত হোসেনের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেই। ভবিষ্যতে যে কোন মানবিক সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তরুণ এ ছাত্র নেতা।