প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২১, ৬:৪০ অপরাহ্ণ
গোপালগঞ্জে রেললাইনের পাশ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আজ ১ জানুয়ারি শুক্রবার গোপালগঞ্জে রেললাইনের পাশ থেকে অন্তরা খানম (১৫) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অন্তরা খানম গতরাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। আজ সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এর চিহ্ন রয়েছে।
স্থানীয়দের ভাষার অনুযায়ি হত্যা বলে অভিহিত করেছে। আবার কেউ কেউ বলছেন এটা আত্মহত্যা। তবে এ ঘটনায় পুলিশ তদন্ত করে দেখছে আসল রহস্য। উল্লেখ্য,অন্তরা খানম গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী কোনাগ্রামের নাছির ফকিরের মেয়ে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত