জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ্, গোপালগঞ্জ জেলা শাখা,ঋতুরাজ বসন্তকে আনুষ্ঠানিক বরণ করলো। স্থানীয় জেলা প্রশাসন স্কুল ও কলেজ এর মূলভবনের দ্বিতলের হলরুমে।সাধারণ সম্পাদক জনাব তাহমিনা আক্তারের স্বাগত ভাষণের মাধ্যমে ১লা ফাল্গুন, অপরাহ্ন ৪.০০টায় অনুষ্ঠানের শুভসূচনা হয়।জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদএর সভাপতি প্রফুল্ল কুমার বল এর নেতৃত্বে। 'আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে' দলীয় সঙ্গীত দিয়ে সাংষ্কৃতিক পর্ব শুরু হয়।সমবেত, একক, ও দ্বৈত সঙ্গীত,আবৃত্তি ও নৃত্যপরিবেশনা দিয়ে সুপরিকল্পিত এ অনুষ্ঠানের সমাপ্ত হয়, সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে।