প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২১, ৬:২৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে রংবেরংয়ের বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ (অনুর্ধ্ব-১৭) বালক ও বালিকা বিভাগ -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২ টায় জেলা শহরের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফুটবলে কিক করে ও রংবেরঙের বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান।
আড়পাড়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সাবেক কর্মকর্তা ফিরোজুল আহসান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন মিরাজ, মুকসুদপুর ফুটবল দলের কোচ কুটি খান, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার লিলি রানী বিশ্বাস, সাবেক ফুটবলার আব্দুল মান্নান মানি, কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখন লাল দাস, মাঝিগাতি ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন (মন্টু) প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ পৌর একাদশ ট্রাইবেকারে ৫--৪ গোলে মুকসুদপুর একাদশকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে কাশিয়ানী একাদশ ট্রাইবেকারে ৩--২ গোলে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশকে পরাজিত করে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত