গোপালগঞ্জে যাচাই-বাছাই থেকে অব্যহতি চেয়ে ৬ মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে লাল তালিকা থেকে বাদ পড়া ৬ মুক্তিযোদ্ধা নতুন যাচাই-বাছাই থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের পক্ষে মুল বক্তব্য উপস্থাপন করেন গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুল।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোবরা ইউনিয়নে গত ২০০৩, ২০০৫ এবং ২০১৭ সালে ৩ দফা মুক্তিযেদ্ধা যাচাই-বাছাইয়ের পর থেকে ১৯ জন মুক্তিযোদ্ধা ১৫ বছর ধরে ভাতা পেয়ে আসছেন। নতুন করে তাদের যাচাই-বাছাইয়ের চিঠি দেওয়া হয়েছে।

এদের মধ্যে ১১ জন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। ৮ জন বীর মুক্তিযোদ্ধা বর্তমানে জীবিত রয়েছেন। এদের মধ্যে ২ জন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী।

তারা তদ্বির করে মুক্তিযোদ্ধা হননি। এছাড়া আগের ৩টি যাচাই-বাছাইতে তারা সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখন অধিকাংশ মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। অনেকে রোগাক্রান্ত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তাই নতুন যাচাই-বাছাইয়ে শর্তমতে জীবিত ৩ জন সহযোদ্ধা নিয়ে যাচাই-বাছাই কমিটিতে হাজির হওয়া অত্যন্ত কঠিন ও কষ্টসাধ্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাই তারা যাচাই-বাছাই থেকে অব্যাহতি চেয়েছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *