গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস -২০২৫ পালিত হয়েছে

২৫ মার্চ, গণহত্যা দিবস। নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন ‘৭১-এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

পরে সেখানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও শহীদের আত্মার শান্তি কামনায় জেলাব্যাপী বিভিন্ন মন্দির , গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

উল্লেখ্য ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ পর্যন্ত এক মিনিট প্রতীকী ব্লাক আউট পালন করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *