গোপালগঞ্জে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম খালিদ ফকির (৩৫)। সে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুনচর গ্রামের বাবুল ফকিরের ছেলে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রাজধানীর আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম স্যারের দিক নির্দেশনায় গোপালগঞ্জ সদর থানার এসআই রাসেল আহমেদ ও আশুলিয়া থানা পুলিশের সহযোগীতায় আশুলিয়া জামগড়া ৬ তলা কাঁচা ভবনের পিছনে মলয়ের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।