গোপালগঞ্জে মামলা সংক্রান্ত নথিপত্র সংরক্ষণের জন্য সরকারি কৌঁসুলি’কে জেলা ম্যাজিস্ট্রেটের কম্পিউটার প্রদান

গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা সরকারি মামলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের জন্য গোপালগঞ্জের সরকারি কৌঁসুলি (জিপি) কে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ডেস্কটপ কম্পিউটার প্রদান করেছেন।
সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় স্বাস্থ্যবিধি মেনে জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা এ কম্পিউটার গোপালগঞ্জের সরকারি কৌঁসুলি জিপি আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন সরদারের হাতে তুলে দেন।  
এ সময় জেলা ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের অভাবে সরকারকে প্রায়শই মামলায় ঠকতে হয়। যা খুবই দুঃখজনক। আশা করি আজকের পর থেকে বিভিন্ন সরকারি মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র জিপি মহোদয়ের সেরেস্তায় ভবিষ্যৎ প্রয়োজনে কাজে লাগাতে সংরক্ষিত থাকবে।
ডেস্কটপ কম্পিউটার পেয়ে সরকারি কৌঁসুলি (জিপি) আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন সরদার বলেন, বর্তমান ডিজিটাল যুগে দেশের সকল সরকারি কৌঁসুলি’র সেরেস্তায় নূন্যতম একটি কম্পিউটার থাকা খুবই জরুরি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, এনডিসি মিলন সাহা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সরকারি কৌঁসুলি (জিপি) আলহাজ্ব এড. মোঃ দেলোয়ার হোসেন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *