গোপালগঞ্জে মানববন্ধন


মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ আজ শনিবার সকাল ১১.০০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বিকল্প এর উদ্যোগে প্রানঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ও সমমানের প্রতিষ্ঠানের নিদারুণ অর্থ কষ্ট লাঘবে। মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর প্রণোদনা সহায়তার দাবিতে সাড়া দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। মহামারী পরিস্থিতিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের পাশে দাড়াতে দাবি জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উক্ত মানববন্ধনে গোপালগঞ্জ জেলার কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সম্মানিত শিক্ষক গন তাদের দাবি জানান। এবং বলেন সরকারি সহায়তা পেলে কিন্ডারগার্টেনের শিক্ষা ব্যবস্থা বন্ধ না হয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারবে।