প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২১, ৯:১৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মানবতার দেওয়াল -এর কার্যক্রম শুরু হয়েছে
গোপালগঞ্জে আর্তমানবতায় নিয়োজিত বালুকণা সমাজ কল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় "মানবতার দেওয়াল" এর কার্যক্রম শুরু হয়েছে।
" আপনার অপ্রয়োজনীয় জিনিসটি রেখে যান" ----"আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান" --এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চত্বরে প্রতিষ্ঠিত হয়েছে মানবতার দেওয়াল।
করোনা (কোভিড-১৯) পরিস্থিতি ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন মানুষের বাড়ি-ঘরে গিয়ে তাদের কাছ থেকে তাদের অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড়-চোপড় (শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, সেলোয়ার- কামিজ) সংগ্রহ করে অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ করেন।
এ লক্ষ্যে শনিবার প্রখর রোদ উপেক্ষা করে ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সংগৃহীত এ জিনিস গুলো বিতরণ করা হয়েছে। সেই সাথে মানবতার দেওয়ালে আরো জিনিস ঝুলিয়ে রাখা হয়েছে।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নাজির মোঃ দেলোয়ার হোসেন, বালুকণা সমাজ কল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক শেখ আবির হাসান, সদস্য শান্ত খন্দকার সহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত