গোপালগঞ্জ সদরে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগে জানা যায়, শহরের নামকরা মাদক ব্যবসায়ী হাসান সরদার ও তার ভাই রাশেদুল ইসলাম রাসু বিভিন্ন সময়ে সাধারণ এলাকাবাসীর উপরে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে আসছে। মাদকের গডফাদার খ্যাত রাশেদুল ইসলাম রাসু একাধিক মামলার আসামি। সম্প্রতি তার বড় ভাই ইয়াবা বিক্রি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত (২৬ মার্চ) সকালে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম পশ্চিম পাড়া নিবাসী মৃত মুক্তার সরদারের ছেলে হাসান সরদার মাদক দ্রব্য আদান-প্রদান করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা প্রতিবাদ করে। এ সময় হাসান সরদার উগ্র ব্যবহার করলে স্থানীয়দের সাথে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে হাসান সরদার আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসান সরদার গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হাসান সরদারের বাড়ি বর্তমানে মৌলভীপাড়া হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বেদগ্রাম এলাকার সাধারণ জনগণকে ফাঁসানোর চেষ্টা করছে।
এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী দুই ভাই তাদের দৌরাত্ম্য চালিয়ে আসছে। এলাকাবাসী কেউ প্রতিবাদ করতে গেলে তার নামে মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করে আসা তাদের নেশায় পরিণত হয়েছে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায়না। তবে তাদের পূর্বের বাসস্থানের এলাকা শহরের বেদগ্রাম এর কিছু যুবক প্রতিবাদ করায় তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করে। নিরীহ এসব এলাকাবাসী মাদক সম্রাট রাশেদুল ইসলাম রাজু ও তার ভাই হাসান সরদার এর ভয়ে আতংকে দিন কাটাচ্ছে। সাধারণ এসমস্ত এলাকাবাসী গোপালগঞ্জ সদর থানা বরাবর অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তারা। নিরীহ এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই মাদক সম্রাটদের অবিলম্বে গ্রেফতার করে এলাকাবাসীর তথা সমাজের শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।