গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৪ বিচারপতির শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস-২০২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রোববার ভোরে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এফ.আর. এম. নাজমুল আহাসান, বিচারপতি এ.এন.এম. বসির উল্লাহ, বিচারপতি জে.বি.এম. হাসান, বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং তাদের প্রত্যেকের সহধর্মীনি ও পরিবারের অন্যান্য সদস্যগণ।
এ সময় গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র নেতৃত্বে ভাষা শহীদের প্রতি জেলা বিচার বিভাগ বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রভাত ফেরিতে বিচারক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, সিনিয়র সহকারী জজ এইচ এম কবির হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, সহকারী জজ নাজমুল কবির ও মহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।