গোপালগঞ্জে অভিযান চালিয়ে এক ভূয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড
দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপালগঞ্জ শহরস্থ চৌরঙ্গী এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মো. গোলাম মাসুদ মৃধা নামক একজন বিএমডিসি নিবন্ধন বিহীন ভূয়া চিকিৎসককে প্র্যাকটিসরত অবস্থায় হাতে নাতে ধরেন। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় ধৃত ভূয়া চিকিৎসককে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় মেডিকেল অফিসার ডা. সাইদুজ্জামান জুয়েল এবং সঙ্গীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও গণমাধ্যমকে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।