গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক চাদাবাজ আটক


গোপালগঞ্জের সড়কে চাদাবাজীর সময় শেখ আজমুল নামে এক চাদাবাজ কে আটক করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেলে গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রাম ঢাকা-খুলনা মহাসড়কে বাস ট্রাক থেকে অবৈধভাবে চাদাবাজী করার সময় শেখ আজমুল, পিতা শেখ মিলু নামক এক চাদাবাজকে আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু। পরক্ষনে তাকে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়।