প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২১, ৯:২৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত
ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল" - এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ -এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুন) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা ভূমি কার্যালয়ে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ-২০২১ (৬--১০ জুন) -এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সহকারী কমিশনার মোহাম্মদ ইউসুফ, সহকারী কমিশনার মো.মামুন খান, সহকারী ভূমি কর্মকর্তা মো.সাফিজুর রহমান, উপ-সহকারী ভূমি কর্মকর্তা হাফিজুর রহমান লিটন, অফিস সহকারী শিশির কুমার বিশ্বাস, ভূমি সেবা গ্রহীতা সাধারণ জনগণ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা সকল ভূমির মালিকদেরকে সরকার প্রদত্ত সহজলভ্য ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে অনুরোধ জানান এবং ভূমি অফিসের প্রতারক চক্র সহ অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ফাঁদে না পড়ে কেবলমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে ভূমি সেবা গ্রহণ করতে সকলকে আহ্বান জানান। সেই সাথে জেলা প্রশাসক জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে সেবা প্রত্যাশীদের সাথে শালীনতা বজায় রেখে দ্রুততার সহিত সেবা প্রদান করার নির্দেশনা দেন। ভূমি সেবা নিতে আসা জনৈক এক প্রবীণ ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, উপরোক্ত কর্মকর্তাদেরকে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শাহিদা সুলতানা জেলা প্রশাসক হিসেবে এ জেলায় যোগদানের পর থেকে সাধারণ জনগণ যেন সহজে ভূমি সেবা সহ সরকার প্রদত্ত সকল নাগরিক সেবা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সহজেই পেতে পারে সে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।
এ লক্ষ্যে "কুইক সার্ভিস" নামে একটি আধুনিক ডেস্ক জেলা প্রশাসন ভবনের নিচতলায় স্থাপন করেছেন তিনি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত