প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই
গোপালগঞ্জ সদর উপজেলা বোলতলী বাজারে আগুন লেগে তিনটি দোকান ঘর পুড়ে যায়। এতে অন্তত ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা ও বোলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘন্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে একটি লেপ তোশক, একটি লাইব্রারি ও চালের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন অনিল বিশ্বাস, মাসুদ শেখ, ও মৃত নির্মল বাইনের স্ত্রী।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত