গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত, সহযোগিতা প্রদানের আশ্বাস প্রশাসনের

গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটকেলবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুরে ছাই হয়েছে। এতে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানাযায়, জ্বালানি তেল ব্যবসায়ী পেট্রল ড্রামের ওপর মোমবাতি জ্বালিয়ে রেখেছিলো। পরে মোমবাতি শেষ হয়ে পেট্রল ড্রাম ফেটে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, সাহাপুর ইউপি চেয়ারম্যান সুবোধ চন্দ্র হীরা, বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস, সাতপাড় ইউপি চেয়ারম্যান সুজিত মন্ডল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অগ্নিকান্ডে আহতদের খোঁজখবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে দ্রুত সরকারি সাহায্য-সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে জ্বালানি তেল, ফার্মেসি, ডাচবাংলা এজেন্ট ব্যাংক, ইলেকট্রনিক, গার্মেন্টস ও মুদি দোকান ছিলো বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আগুনে সুষেন বাইন, নিপেস গোলদার, চিন্ময় বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, সেতুবালা, বিকাশ বিশ্বাস, সন্তোষ মৈত্র, শংকর বিশাস সহ ৯ টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। শেষ সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *